‘নো ইফ নো ডাউট, টিএমসিপি গেট আউট’ রাজা প্যারীমোহন কলেজে স্লোগান এসএফআই’র
ক্যাম্পাসে তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে ও ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন চেয়ে বৃহস্পতিবার সকালে এসএফআই র মিছিল হল উত্তরপাড়ায়। এসএফআই হুগলী জেলা কমিটির উদ্যোগে ক্রাউন গেট থেকে উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক বাদশা দাস, সভাপতি তাতাই মুখার্জি সহ নেতৃবৃন্দ। মিছিল শেষে সভা হয়। সভায় বক্তব্য রাখেন…