পূর্ব বর্ধমানে এসএফআই-এর নতুন উদ্যোগ ‘বিদ্রোহী’ — ক্যাম্পাস অপরাধের বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিবাদী আওয়াজ
পূর্ব বর্ধমান জেলা এসএফআই এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নতুন বিশেষ কর্মসূচি — ‘বিদ্রোহী’। এই টিমের মূল মন্ত্র — “Fighting Crime, Restoring Courage” — অর্থাৎ অপরাধের বিরুদ্ধে লড়াই ও সাহস পুনঃস্থাপন। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন কলেজে চলতে থাকা তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত অবৈধ ছাত্র সংসদগুলির দখলদারি,…