স্কুল ছুট শিশুদের স্কুলে ফেরাতে এসএফআই’র শিক্ষা শিবির
চিনটু, মামনি, সুপর্ণা দের স্কুলে ফেরাতে উদ্যোগ নিলো এস এফ আই। পাঠ্য সামগ্রিক নিয়ে এলাকায় গিয়ে এমন ২৯ জন শিশু সহ তাদের মায়েদের নিয়ে শিবির করেন এস এফ আই শহিদ ক্ষুদিরাম বসু টেরিটোরিয়্যাল ইউনিট। এসএফআই’র জেলা সভাপতি সুকুমার মাঝি বলেন, এই ধরণের ৮৮টি ইউনিট গড়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সন্ত্রাস কবোলিত জেলার ব্লক গুলিতে এই…