পূর্ব বর্ধমানে এসএফআই-এর নতুন উদ্যোগ ‘বিদ্রোহী’ — ক্যাম্পাস অপরাধের বিরুদ্ধে ছাত্রসমাজের প্রতিবাদী আওয়াজ

পূর্ব বর্ধমান জেলা এসএফআই এক সাহসী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো নতুন বিশেষ কর্মসূচি — ‘বিদ্রোহী’। এই টিমের মূল মন্ত্র — “Fighting Crime, Restoring Courage” — অর্থাৎ অপরাধের বিরুদ্ধে লড়াই ও সাহস পুনঃস্থাপন। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন কলেজে চলতে থাকা তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত অবৈধ ছাত্র সংসদগুলির দখলদারি, দাদাগিরি, চাঁদাবাজি ও ক্যাম্পাস-ভিত্তিক অপরাধের বিরুদ্ধে এই উদ্যোগ আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলেই মনে করছে ছাত্র সমাজ।

দীর্ঘদিন ধরে কলেজগুলির গণতান্ত্রিক পরিসর ধ্বংস করে দেওয়া হয়েছে নানা বেআইনি ও সন্ত্রাসমূলক কার্যকলাপের মাধ্যমে। শিক্ষার পরিবেশকে কলুষিত করে গড়ে তোলা হয়েছে এক ভয়ের বাতাবরণ, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক কেউই স্বাধীনভাবে মত প্রকাশ করতে সাহস পান না। সেই প্রেক্ষিতে “বিদ্রোহী” শুধু একটি নাম নয় — এটি এক প্রতিরোধের প্রতীক, যা ছাত্রদের স্বরকে পুনরুজ্জীবিত করবে।

এই বিশেষ টিম একাধিক দায়িত্ব নিয়ে কাজ করবে — যেমন, ক্যাম্পাস-ভিত্তিক অপরাধ তদন্ত, নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, প্রশাসনের সাথে যুক্ত থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো, এবং সর্বোপরি ছাত্রস্বার্থ রক্ষা করা। “বিদ্রোহী”-র অন্যতম শক্তি তার প্রযুক্তিগত ব্যবস্থাপনা। জেলার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, এমনকি প্রাক্তনীরাও সরাসরি অভিযোগ জানাতে পারবেন একটি গুগল ফর্মের মাধ্যমে।

প্রেস কনফারেন্সে জানানো হয়েছে, অভিযোগকারীকে তার পরিচয় প্রকাশ করতে বাধ্য করা হবে না — পরিচয় গোপন রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুধু ছাত্রসমাজ নয়, জেলার সাধারণ মানুষ ও শিক্ষক মহলের কাছেও আহ্বান জানানো হয়েছে — QR কোড স্ক্যান করে কিংবা সরাসরি এই লিংকে ক্লিক করে আপনার অভিযোগ জানিয়ে, আপনিও হয়ে উঠুন এক একজন ‘বিদ্রোহী’

📌 গুগল ফর্ম লিংক: https://forms.gle/hnvbP89izz5Getb96

এই বার্তা পৌঁছে দিন প্রতিটি ক্যাম্পাসে।
এই লড়াই আমাদের সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *