ক্যাম্পাস সন্ত্রাস, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে “নজরে ইউনিয়ন” উদ্যোগ – এসএফআই-র পক্ষ থেকে সাহসী পদক্ষেপ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ মেডিকেল, আইটিআই, প্যারামেডিক্যাল, হোমিওপ্যাথি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে টিএমসিপি-র নামভূমিকায় চলা সন্ত্রাস, ক্যাম্পাস দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সরব হলো ছাত্র সমাজ।

এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে শুরু হয়েছে “নজরে ইউনিয়ন” নামক একটি বিশেষ উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে ছাত্রদের উপর চলতে থাকা নির্যাতন, ভয় দেখানো, অবৈধ চাঁদা আদায়, ও ভুয়ো ইউনিয়নের নামে দখলদারি রুখে দাঁড়ানো।

এই উদ্যোগের আওতায় একটি অনলাইন অভিযোগপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে যে কেউ – ছাত্র, শিক্ষক বা কর্মচারী – নির্ভয়ে রিপোর্ট জানাতে পারবেন টিএমসিপি-র সাথে যুক্ত দুষ্কৃতী কার্যকলাপ সম্পর্কে। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এই মুহূর্তে বহু ছাত্রছাত্রী অভিযোগ জানাতে শুরু করেছেন। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার শুরু হয়েছে এবং ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে নতুন করে সাহস ও আশা জেগে উঠছে।

“নজরে ইউনিয়ন” কেবল একটি ফর্ম নয়, এটা একটি প্রতিরোধের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *