‘নো ইফ নো ডাউট, টিএমসিপি গেট আউট’ রাজা প্যারীমোহন কলেজে স্লোগান এসএফআই’র

ক্যাম্পাসে তৃণমূলের দাদাগিরির বিরুদ্ধে ও ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন চেয়ে বৃহস্পতিবার সকালে এসএফআই র মিছিল হল উত্তরপাড়ায়। এসএফআই হুগলী জেলা কমিটির উদ্যোগে ক্রাউন গেট থেকে উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ পর্যন্ত এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, জেলা সম্পাদক বাদশা দাস, সভাপতি তাতাই মুখার্জি সহ নেতৃবৃন্দ।

মিছিল শেষে সভা হয়। সভায় বক্তব্য রাখেন এসএফআই রাজ্য নেতৃত্ব দেবাঞ্জন দে, বাদশা দাস ও তাতাই মুখার্জি। নেতৃবৃন্দ বলেন, “বেআইনি ভাবে কলেজে কলেজে তোলাবাজি ও তৃণমূলের দলতন্ত্র বজায় রাখতে, প্রাক্তন তৃণমূল ছাত্র নেতাদের কলেজে অস্থায়ী কর্মীর চাকরি দিচ্ছেন বিধায়কেরা। উত্তরপাড়া কলেজেও তা হয়েছে। বিস্তারে বললে উত্তরপাড়ার দুই তৃণমূল বিধায়কের আমলেই এসব হয়েছে। কসবা ল কলেজ দেখিয়ে দিয়েছে তৃণমূলের ছাত্র নেতাদের কী চরিত্র। ক্যাম্পাসের ভেতর ছাত্রীর ধর্ষণ কান্ড হয়েছে গোটা রাজ্য সেটা জেনেছে। আমরা ক্যাম্পাসে তৃণমূলের দাদা দের হুমকি তোলাবাজি চলতে দিতে পারিনা। আমরা কলেজকে শিক্ষা প্রতিষ্ঠান পড়াশুনার জায়গা হিসেবে দেখেছি তৃণমূলের দুর্নীতির আখড়া নয়। তৃণমূল বিজেপির শিক্ষানীতির মাধ্যমে রোজ স্কুল-কলেজ ছুট পড়ুয়ার সংখ্যা বাড়ছে রাজ্যে। অন্যদিকে তৃণমূল ক্যাম্পাসটাকে ধ্বংস করছে। আমরা চাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হোক। তৃণমূল সরকারের ভয় আমরা জানি তোলাবাজির টাকায় দলটা চলে তোলাবাজির জায়গা চলে যাবে ওরা সেটা চাইছে না। কিন্তু আমরা থামবো না শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো।” সভার পর ছাত্র নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দিতে যান কলেজে।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “রাজ্যের অন্যান্য ক্যাম্পাসের মতোই উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজেও ক্রাইম সিন্ডিকেট পরিচালিত হয়েছে দীর্ঘদিন। তৃণমূলের মাতব্বররা স্থানীয় সংসদের মদতে অস্থায়ী কর্মচারী হিসাবে চাকরি পেয়েছেন। এই সমস্ত কিছুর জবাব চাইবার জন্য এসএফআই গিয়েছিলো কলেজের গেটে। সেখান থেকেই স্লোগান উঠে এসেছে ‘নো ইফ নো ডাউট, টিএমসিপি গেট আউট’। এই স্লোগান ছাত্র সংসদ নির্বাচনে গোটা রাজ্যের স্লোগান হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *