কলেজ স্ট্রিটে সংরক্ষণ ও ভর্তি নিয়ে যৌথ ছাত্র আন্দোলন — তিন দফা দাবিতে অবস্থান বিক্ষোভে সরব SFI-AISF-PSU-AISB-AISA

কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তা, সংরক্ষণের সঠিক বাস্তবায়ন এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্বের বিরুদ্ধে সরব হল রাজ্যের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলি। আজ কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে তিন দফা দাবিকে সামনে রেখে একত্রিত হল SFI, AISF, PSU, AISB ও AISA।

প্রখর রোদ ও দুর্বিষহ গরম উপেক্ষা করেও শতাধিক ছাত্রছাত্রী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন।

ছাত্র সংগঠনগুলির দাবি তিনটি প্রধান বিষয়ের উপর ভিত্তি করে তৈরি—
১. “ক্লাস কবে শুরু হবে?” — দীর্ঘ প্রতীক্ষার পরেও কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। এই অনিশ্চয়তায় ভুগছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে সংরক্ষণের সকল সুযোগ অক্ষুণ্ণ রেখে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

২. জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল অবিলম্বে প্রকাশ করতে হবে — বহু শিক্ষার্থী এখনও পর্যন্ত ফলাফল না পাওয়ায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ছাত্র সংগঠনগুলির দাবি, প্রশাসনের এই বিলম্ব শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি চরম অবহেলা।

৩. সংরক্ষণের সার্টিফিকেট নিরীক্ষণের যথাযথ ব্যবস্থা করতে হবে — বারবার দেখা যাচ্ছে, সংরক্ষণের নামে কিছু অসাধু চক্র ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করছে। এর ফলে প্রকৃত সংরক্ষিত শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ব্যবস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিনের অবস্থান কর্মসূচিতে বহু সাধারণ ছাত্রছাত্রী, অবিভাবক এবং শিক্ষাকর্মীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই আন্দোলন শুধু কলেজ স্ট্রিটে সীমাবদ্ধ নয়, আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছাত্ররা এই দাবি নিয়ে পথে নামবে বলে জানানো হয়েছে।

কলেজের দরজা যেন বন্ধ না থাকে কারো জন্য — এই স্লোগানে উত্তাল হয়েছে আজকের কলেজ স্ট্রিট। এবং আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার যদি ছাত্রদের প্রশ্নের উত্তর না দেয়, তবে ছাত্রসমাজ তৈরি আছে তার উপযুক্ত জবাব দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *