স্কুল ছুট শিশুদের স্কুলে ফেরাতে এসএফআই’র শিক্ষা শিবির
চিনটু, মামনি, সুপর্ণা দের স্কুলে ফেরাতে উদ্যোগ নিলো এস এফ আই। পাঠ্য সামগ্রিক নিয়ে এলাকায় গিয়ে এমন ২৯ জন শিশু সহ তাদের মায়েদের নিয়ে শিবির করেন এস এফ আই শহিদ ক্ষুদিরাম বসু টেরিটোরিয়্যাল ইউনিট। এসএফআই’র জেলা সভাপতি সুকুমার মাঝি বলেন, এই ধরণের ৮৮টি ইউনিট গড়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সন্ত্রাস কবোলিত জেলার ব্লক গুলিতে এই ভাবে গড়ে তোলা হচ্ছে এসএফআই’র কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া সদস্যদের দায়িত্বে। একটাই শ্লোগান ছোটো ছোটো কুঁড়িদের ফোটাবার সংগ্রাম। তিনি বলেন, ‘‘শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। অজান্তেই সেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের পদক্ষেপ থেকে পরিবার সহ সাধারণ মানুষকে সচেতন করা। জেলার স্বাক্ষরতা প্রসার সমিতিও এই পড়ুয়াদের জন্য পাঠদানের দায়িত্ব নেবেন এবং স্কুলে পাঠানোর নজরদারীও করবেন।
সাধারণ গীরব আদিবাসী, শবর পাড়ায়, শহরতলি এলাকায় যারা দিন আনে দিন খায় এমন পরিবার গুলিতে সকাল হলেই মহিলারা চলে যায় গৃহ সহায়িকার কাছে। পুরুষরা চলে যায় রিকসা, ভ্যান বা পাকা ঘরের জোগান দারের কাছে। শিশু সহ ১০ -১৩ বছরের নাবলক নাবালিকারা সারাদিন মাঠে রাস্তায় ঘুরে বেড়ায়। বেলা তিনটার পর মা বাবা ঘরে ফিরলে তখনই তাদের খিদে পায়। এই ধরণের শিশু শিক্ষা কেন্দ্র সহ স্থানীয় প্রাথমিক স্কুলে পুনরায় পৌঁছে দিতে এসএফআই’র এই উদ্যোগ। মেদিনীপুর শহর লাগোয়া কেরানিচটি সংলগ্ন ভান্ডারমোড় এলাকার ২৯জনকে পাঠ্য সামগ্রিক হাতে তুলে দিয়ে তাদের সহ তাদের মায়েদের নিয়ে শিবির করে এসএফআই। এছাড়া আরও ২০ জন পড়ুয়ার হাতে বই খাতা পেন সামগ্রিক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ছিলেন সংগঠনের জেলা সম্পাদক রনিত বেরা ও জেলা সভাপতি সুকুমার মাঝি সহ অন্যান্য সদস্যরা।